Tuesday, September 19, 2017

পাবনায় জনপ্রিয় টিভি ম্যাগাজিন ‘ইত্যাদি’র শুটিং হবে মঙ্গলবার

এবার পাবনার হার্ডিঞ্জ ব্রিজের নিচে শুটিং হবে জনপ্রিয় টিভি ম্যাগাজিন ইত্যাদির।

ব্রিটিশদের নির্মীত ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতুর মধ্যবর্তী স্থানকে এবার বেছে নেওয়া হয়েছে ইত্যাদির শুটিংয়ের জন্য।
আজ থেকেই পাবনার বিভিন্ন লোকেশনে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির ভিডিওচিত্র ধারণ করা শুরু হয়েছে।
আগামিকাল (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে বিশাল মঞ্চে এর ভিডিওচিত্র ধারণ কাজ শুরু হয়েছে ।
এবারের ইত্যাদিতে পাবনার ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানের ভিডিওচিত্র ধারণ করা হবে।
ইত্যাদির মূল পর্বের ভিডিওচিত্র ধারনের জন্য বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠানের জন্য হাজারখানেক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এ ছাড়াও আরও উৎসুক মানুষ আশপাশে ভিড় জমাবেন বলে মনে করছেন ওই এলাকার বাসিন্দারা।
পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলাবাহিনী তৎপর রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
বরাবরের মতো এবারের ইত্যাদিতেও নানা-নাতি পর্ব থাকছে। থাকবেন পাবনার দেশ বরেণ্য নাট্যকার বৃন্দাবন দাস ও তাঁর স্ত্রী শাহনাজ খুশি। এ ছাড়াও চঞ্চল চৌধুরীকে দিয়ে একটি বিশেষ পর্ব তৈরি করবেন হানিফ সংকেত। সেই সুবাদে জনপ্রিয় এ তিন তারকাকে একসঙ্গে দেখা যাবে টিভির পর্দায়।
Read More

Tuesday, September 12, 2017

জনপ্রিয় টিভি ম্যাগাজিন ‘ইত্যাদি’ এবার পাবনায়!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় টিভি ম্যাগাজিন ‘ইত্যাদি’র এবারের আয়োজন করা হয়েছে পাবনা সদরে। 

বরাবরের মতো এবারও উপস্থাপনায় থাকবেন হানিফ সংকেত। উপস্থিত থাকবেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আরো থাকবেন নাট্যকার বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশি।
প্রতি ঈদেই ইত্যাদির একটা বিশেষ পর্ব থাকে। কিন্তু উপস্থাপক হানিফ সংকেত হজ পালনে সৌদি আরব থাকায় এবার ঈদে ইত্যাদির কোনো আয়োজন নেই। তবে হানিফ সংকেত হজ থেকে ফিরলেই শুরু হবে ইত্যাদির কার্যক্রম। চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস ও শাহনাজ খুশিকে দিয়ে একটি বিশেষ পর্ব তৈরি করবেন তিনি। সেই সুবাদে জনপ্রিয় এ তিন তারকাকে একসঙ্গে দেখা যাবে টিভির পর্দায়। সাধারণত তিন মাস পরপর প্রচারিত হয় কৌতুক ও ব্যঙ্গাত্মক ঘরানার ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’।
Read More

About us

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book

Services

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

More Services

© 2014 Pabna Guide. Template Designed by Bloggertheme9