ব্রিটিশদের নির্মীত ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতুর মধ্যবর্তী স্থানকে এবার বেছে নেওয়া হয়েছে ইত্যাদির শুটিংয়ের জন্য।
আজ থেকেই পাবনার বিভিন্ন লোকেশনে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির ভিডিওচিত্র ধারণ করা শুরু হয়েছে।
আগামিকাল (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে বিশাল মঞ্চে এর ভিডিওচিত্র ধারণ কাজ শুরু হয়েছে ।
এবারের ইত্যাদিতে পাবনার ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানের ভিডিওচিত্র ধারণ করা হবে।
ইত্যাদির মূল পর্বের ভিডিওচিত্র ধারনের জন্য বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠানের জন্য হাজারখানেক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এ ছাড়াও আরও উৎসুক মানুষ আশপাশে ভিড় জমাবেন বলে মনে করছেন ওই এলাকার বাসিন্দারা।
পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলাবাহিনী তৎপর রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
বরাবরের মতো এবারের ইত্যাদিতেও নানা-নাতি পর্ব থাকছে। থাকবেন পাবনার দেশ বরেণ্য নাট্যকার বৃন্দাবন দাস ও তাঁর স্ত্রী শাহনাজ খুশি। এ ছাড়াও চঞ্চল চৌধুরীকে দিয়ে একটি বিশেষ পর্ব তৈরি করবেন হানিফ সংকেত। সেই সুবাদে জনপ্রিয় এ তিন তারকাকে একসঙ্গে দেখা যাবে টিভির পর্দায়।
No comments:
Write comments