Saturday, August 19, 2017

মানবিক অনুষদ-সরকারি এডওয়ার্ড কলেজ। অনার্স ১ম বর্ষে ভর্তির বিস্তারিত তথ্য।

সরকারি এডওয়ার্ড কলেজে 2017-18 শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষে কলা ও মানবিক অনুষদের বিষয় সমূহে ভর্তির জন্য নিম্নবর্তী শর্তসমূহ।

১। এসএসএসি ও এইচএসসি যে কোন শাখা থেকে উত্তীর্ণ হলেই হবে।
২। পাশের বছরঃ এসএসসি, সমমান ২০১৪-১৫ এবং এইচএসসি, সমমান ২০১৬-১৭ হতে হবে।
৩। উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ২.০০ প্রাপ্ত হয়ে মোট জিপিএ ৪.০০ হতে হবে
৪। এসএসসি ও এইচএসসির জিপিএ অনুসারে মেধা স্কোর প্রণয়ননের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হবে।
৫। মানবিক অনুষদে বিষয় ভিত্তিক আলাদা যোগ্যতা প্রযোজ্য।
 মোট আসনের শতকরা হার অনুযায়ী ভর্তি করা হবেঃ

১। বাংলা ও ইংরেজি বিভাগ-
 মানবিক শাখা হতে ৯০% 
 বিজ্ঞান শাখা হতে ৫%
 ব্যবসায় শিক্ষা শাখা হতে ৫%

 ২। ইতিহাস,দর্শণ এবং ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগ-

মানবিক হতে ১০০%                         

মানবিক অনুষদের বিষয় সমূহ এবং আসন সংখ্যা নিচে দেওয়া হলোঃ

সর্বমোট আসন সংখ্যাঃ ১১৯০

১। বাংলা বিভাগ- ২৩৫
২। ইংরেজি বিভাগ- ২৩৫
৩। ইতিহাস বিভাগ- ২৬০
৪। দর্শণ বিভাগ-২২০
৫। ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগ- ২৪০




ভর্তি প্রক্রিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ভাবে অনলাইনে আবেদন শুরুঃ ২৪/০৮/২০১৭ তারিখ হতে

আবেদন শেষ হবেঃ ২০/০৯/২০১৭ তারিখ।

আবেদন করতে ক্লিক করুনঃ Apply Online

No comments:
Write comments

About us

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book

Services

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

More Services

© 2014 Pabna Guide. Template Designed by Bloggertheme9