আফ্রিকার দেশ মালির ডৌয়েঞ্জায় ভয়াবহ ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাবনার এক বাসিন্দাসহ ৪ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন।
নিহতের মধ্যে মোহাম্মদ রায়হান নামের এক সৈনিক পাবনার বাসিন্দা। রায়হান পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরের সোমাসনারীতে মোসলেম শেখের ছেলে। বৃহস্পতিবার (০১ মার্চ) ভােরে তার মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারি শুরু হয়। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক দৃশ্যের।
নিহত রায়হানের দুই মেয়ে রয়েছে। বড় মেয়ের বয়স ৮ বছর ও ছোট মেয়ের বয়স ২ বছর। বড় মেয়ে স্কুলছাত্রী। দুই ভাই এক বোনের মধ্যে রায়হান সবার বড়। ছোট ভাই কুয়েত প্রবাসী।
রায়হানের মামাতে ভাই নান্নু ও আল আতিক হাসান পাবনা বার্তা ২৪ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
তারা জানান, গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) বাবার সঙ্গে রায়হান শেষ কথা বলেন। ভোরে তার মৃত্যুর খবর আসে। রায়হান মালিতে গিয়েছিলেন গত ১৫-১৬ মাস হলো। আর ১-২ মাস পরেই দেশের ফিরে আসার কথা ছিল।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, সৈন্যরা মালির মোপটি প্রদেশের বোনি ও ডৌয়েঞ্জা শহরের মধ্যবর্তী একটি সড়কে টহল দিচ্ছিলেন। এ সময় হঠাৎ আইইডি বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টার দিকে উত্তর মালিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত অন্য বাংলাদেশিরা হলেন-ওয়ারেন্ট অফিসার আবুল কালাম (পিরোজপুর), ল্যান্স করপোরাল আকতার (ময়মনসিংহ), ও সৈনিক জামাল ( চাঁপাইনবাবগঞ্জ)।